#Hyderabad Encounter: মেয়েরা নামলেন রাস্তায়, পরালেন রাখি, এনকাউন্টারের সমর্থনে উৎসব দেশ জুড়ে
Odd বাংলা ডেস্ক: প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণের ৪ অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু আদতে প্রমাণ করেছে পুলিশের কাজ শুধু হাত পেতে টাকা নেওয়া নয়। তারা কাজও করতে পারে। বৃহস্পতিবার রাতে তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই চার ধর্ষককে নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। চলছিল তদন্ত, জেরা। এ সময়ে হঠাৎই চার ধর্ষক পালাতে যায় বলে দাবি করেছে পুলিশ। তখনই চালাতে হয় গুলি। আর সেখানেই নাকি ৪ ধর্ষক এনকাউন্টারে মারা যায়।
যদিও বুদ্ধীজীবী মহলের একাংশ বলছে আইনের শাসনে এমনটা হওয়া ঠিক হয়নি। তবু প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণের অভিযুক্তের এই এনকাউন্টারকে ইতিবাচক বলেই দেখছেন দেশের আপামোর মানুষ। তাদের মতে ভিসি সাজ্জানারের মতো আরও পুলিশ অফিসার এই দেশে দরকার। যাতে এরপর কোনো নারীর দিকে কুদৃষ্টি দেওয়ার আগে দুষ্কৃতিরা দুবার ভেবে দেখে। এদিকে রাজস্থানেও মেয়েরা এই ঘটনার পর উৎসব পালন করছে। পাশাপাশি হায়দ্রাবাদে মেয়েরা রাস্তায় বেরিয়ে পুলিশদের রাখি পরাচ্ছেন । কার্যত জাতীয় নায়কে পরিণত হয়েছেন এই মূহুর্তে সাজ্জানার।
Post a Comment