এই রাশির পুরুষদের বেশি পছন্দ করেন মহিলারা, জেনে নিন কারণ গুলি


Odd বাংলা ডেস্ক:   মানুষের স্বভাব চরিত্র কেমন তা অনেকটা নির্ভর করে মানুষের ব্যবহারের উপর। আবার অনেক সময় মানুষকে দেখলে বোঝা যায় না সেই মানুষটির মানসিকতা কেমন। অনেকেই শাস্ত্র বিশ্বাস করে না, কিন্তু শাস্ত্র মতে মানুষের চারিত্রিক বৈশিষ্ট নির্ভর করে তার জন্ম মাস, জন্ম কাল ও সময়ের উপরে। এছাড়াও প্রত্যেক মানুষের রাশি অনুযায়ী নির্ভর করে সেই মানুষটি কেমন।


অনেক পুরুষ মানুষ আছেন যাদের স্বভাব চরিত্র একেবারেই ভালো নয়, আবার অনেক পুরুষ মানুষ আছেন যারা খুবই নম্র ভদ্র স্বভাবের হয়ে থাকে। রাশি অনুযায়ী বোঝা যায় কোন পুরুষ মানুষ কেমন। সব পুরুষকে মহিলারা পছন্দ করেন না,


তবে অনেকের স্বভাব চরিত্রের জন্য মহিলারা সেই সব পুরুষদের পছন্দ করেন বা তাদের প্রতি আকৃষ্ট হন। রাশি অনুযায়ী পুরুষ মানুষদের পছন্দ করে থাকেন মহিলারা। আসুন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী পুরুষ মানুষ কে কিরকম হয়।


মেষ- এই রাশির জাতকরা প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত তাই মহিলারা এদের পছন্দ করেন।… বৃষ- এই রাশির পুরুষের উপস্থিত বুদ্ধি, রসবোধ এবং প্রতিবাদী মনোভাবের প্রতি আকৃষ্ট হন মহিলারা।… মিথুন- এই রাশির জাতকদরে বুদ্ধিদীপ্ত মনোভাব ও জ্ঞান মহিলাদের বেশি পছন্দ।…


কর্কট- এই রাশির পুরুষরা একটু রহস্যময়। সেই সঙ্গে এদের গম্ভীর স্বভাব মহিলারা পছন্দ করেন।… সিংহ- এই রাশির পুরুষরা সুবক্তা এবং হাসিখুশি স্বভাব ও দৃঢ় মনোভাবের হয়ে থাকেন, যার প্রতি আকৃষ্ট হন মহিলারা।… কন্যা- এই রাশির পুরুষদের কথা-বার্তা ও প্রাণবন্ত স্বভাব মন জিতে নেয় মহিলাদের।…


তুলা- এই রাশির জাতকদের ধীর-স্থির এবং প্রতিটা ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই মহিলাদের বেশি পছন্দ।… বৃশ্চিক- এই রাশির পুরুষদের নিয়ন্ত্রিত স্বভাব ও উদার মনোভাবের জন্য মহিলারা এদের প্রতি আকৃষ্ট হন।… ধনু- এই রাশির পুরুষরা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। এঁদের কথা বলার ভঙ্গি, সততা— সবকিছুর প্রতি আকৃষ্ট হন মহিলারা।…


মকর- এই রাশির পুরুষদের রোম্যান্টিক স্বভাব মহিলাদের মন জিতে নেয়।… কুম্ভ- এই রাশির পুরুষদের কল্পনাশক্তি ও চিন্তাক্ষমতা প্রবল এদের ব্যপকভাবে আকর্ষণ করে মহিলারা।… মীন- এই রাশির জাতকরা অসাধারণ ব্যক্তিত্ব রোম্যান্টিক স্বভাব এবং ভদ্র ব্যবহার মহিলাদের মন সহজেই জিতে নেয়।…
Blogger দ্বারা পরিচালিত.