লাহোরে বোমা বিস্ফোরণে বরাত জোরে প্রাণ বাঁচল হাফিস সইদের পুত্রের


Odd বাংলা ডেস্ক: শনিবার সন্ধেয় পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি রেফ্রিজারেটরের দোকানের ভেতর বোমা হামলার খবর পাওয়া গিয়েছে, যাতে কার্যত অল্পের জন্য রক্ষা পেয়েছে লস্কর-ই-তইবার দ্বিতীয়-ইন-কমান্ড তথা হাফিজ সইদ-পুত্র তালহা সইদ। সূত্রের খবর হামলায় কমপক্ষে সাতজন লস্কর সমর্থক গুরুতর আহত হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে একজনের। 

লাহোরের টাউনশিপ কলেজ রোডের একটি রেফ্রিজারেটরের দোকানে আচমকা বিস্ফোরণে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা ঘটেছে বেলে জানা গিয়েছিল। বিস্ফোরণের সময় একটি সমাবেশ চলছিল, যেখানে বক্তব্য রাখার জন্য অপেক্ষা করছিল তালহা সইদ। কিন্তু বরাত জোরে বেঁচে গিয়েছে সে। বিস্ফোরণে আহত হওয়ায় তাকে শহরের জিন্না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। 

যদিও লাহোর পুলিশ সূত্রে খবর, গ্যাস রিফিলিং-এর সময়ে এমন বিপত্তি ঘটেছে যার জেরে ২২ বছরের হাফিস মেহমুদ নামে একজনের মৃত্যু হয়েছে। পাক পুলিশের অভিযোগ, এই হামলার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর হাত রয়েছে। যদিও ভারতের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.