ইনিই ঝাড়খণ্ডের পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রী, জেনে নিন হেমন্ত সোরেন সম্পর্কে কিছু তথ্য


Odd বাংলা ডেস্ক: হেমন্ত সোরেন হলেন একাধারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদীবাসী নেতা শিবু সোরেনের ছেলে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সম্পাদকও। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০১৯-এর জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনের মুখ ছিলেন হেমন্ত সোরেন। নির্বাচনে জিতে নতুন সরকার গঠনের পর রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন হেমন্ত।জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য... 

১) ১৯৭৫ সালের ১০ অগাস্ট ঝাড়খণ্ডের রামগড় জেলার নেমরা গ্রামে জন্ম হয় হেমন্ত সোরেনের। 

২) রাজনীতির ময়দানে তিনি প্রথম পা রাখেন ২০০৫ সালের বিধানসভা নির্বাচনের হাত ধরে, যেখানে দুমকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে প্রথম নির্বাচনেই তাঁরই দলের নেতা স্টিফেন মারান্ডির কাছে হার হয় তার। 

৩) এরপর ২০০৯ সালে বর্ষীয়ান জেএমএম নেতা তথা হেমন্ত সোরেলের ভাই দুর্গার মৃত্যুর পর ঘটনাচক্রে জেএমএম-এর প্রধানের পদে আসীন হন। দাদার মৃত্যুই তাঁকে রাজ্য রাজনীতির মধ্যে ঢুকে পড়তে বাধ্য করে। 

৪) ২০০৯ সালের ২৪ জুন থেকে ২০১০-এর ৪ জানুয়ারী পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসাবেও কাজ করেছেন।    

৫) চলতি বছর সেপ্টেম্বর মাসে তিনি ঝাড়খণ্ডের জেপুটি চিফ মিনিস্টারের পদে নিযুক্ত হন। 

৬) এর আগে ২০১৩ সালে তিনি রাজ্যের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীত্বের দায়টিত্ব পালন করেছিলেন। 
Blogger দ্বারা পরিচালিত.