শীতে পিকনিকের জন্য রইল কলকাতার কাছেই অসাধারণ কিছু স্পটের হদিশ...(পর্ব-১)
Odd বাংলা ডেস্ক: শীতকাল মানেই পিকনিক। সারা বছর ধরে এই শীতকালের জন্য সকলে অপেক্ষা করেন যে একটু সোনালী রোদ গায়ে মেখে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে একটু বনভোজনে সামিল হবেন। কলকাতার খুব কাছে বা খানিক দূরে রয়েছে এমন সব পিকনিক স্পট, যা এবারের শীতে হয়ে উঠতে পারে আপনার গন্তব্য।
১) টাকি- উত্তর ২৪ পরগনায় অবস্থিত ছোট্ট একটা জায়গা টাকি। কলকাতা থেকে ১১৩ কিলোমিটার দূরে অবস্থিত টাকিতে প্রতি বছর অসংখ্য মানুষ যান বনভোজনে। ইছামতী নদীর তীরে জমে উঠুক পিকনিক। সেখান থেকে খানিকটা এগোলেই রয়েছে মাছরাঙা দ্বীপ।
২) সুন্দরগ্রাম- কলকাতা থেকে কয়েক ঘণ্টার রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যেতে পারেন সুন্দরগ্রাম। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৩৮.৩ কিলোমিটার। দক্ষিণ ২৪ পরগনার রাজেন্দ্রপুরের কাছে সুন্দরগ্রাম হল সস্তায় একদিনের পিকনিকের জন্য আদর্শ জায়গা।
৩) গড়চুমুক- হাওড়ায় অবস্থিত গড়চুমুক-এর দূরত্ব কলকাতা থেকে মাত্র ৬২ কিলোমিটার। একটু এগোলেই ৫৮ গেট। এই শীতে ঠান্ডা আমেজ গায়ে মেখে সপরিবারে মেতে উঠুন বনভোজনে।
৪) পিয়ালি আইল্যান্ড- সুন্দরবন প্রবেশ করার ঠিক আগেই রয়েছে পিয়ালি আইল্যান্ড। ৭১ কিলোমিটারের রাস্তা পেরিয়ে পৌঁছে যেতে পারেন এখানে, প্রকৃতির কোলে একটা দিন কিন্তু মন্দ কাটবে না।
৫) নিমপিঠ কৈখালি- কলকাতা থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দক্ষিণ ২৪ পরগনার নিমপিঠ হল একটি অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। মাতলা নদীর উপকূলবর্তী এলাকা শীতের পিকনিকের জন্য একেবারে আদর্শ।
৬) বারুইপুর- বারুইপুর কিন্তু পিকনিকের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। কলকাতা থেকে ৩১ কিলোমিটার দূরে গাড়িতে মাত্র দেড় থেকে ২ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন বারুইপুর।
Post a Comment