ঠান্ডা জলে আতঙ্ক? কিন্তু ত্বক সুস্থ ও সুন্দর রাখতে মুখে বার বার ঠান্ডা জলের ঝাপটা দিন


Odd বাংলা ডেস্ক: শীতের দিনে ঠান্ডা জলে আতঙ্ক সকলের। স্নান করা হোক কিংবা মুখ ধোয়া, ঠান্ডা জল থেকে সকলেই শত হস্ত দূরে থাকেন। কিন্তু এই শীতের দিনে ত্বক সুস্থ রাখতেই হোক কিংবা ঘুম ভাঙাতে ঠান্ডা জলের কিন্তু কোনও বিকল্প নেই। জেনে নিন ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার সুবিধা কী কী- 

১) যাদের তৈলাক্ত ত্বক তাঁরা বারবার মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন। বিশেষ করে শীতের দিনে মুখে ধুলো-বালি লেগে থাকলেও, যেহেতু ঘাম হয় না, সেহেতু খুব একটা বোঝা যায় না, তাই এইসময়ে বিশেষ করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেওয়া উচিত। 

২) বলা হয় ঠান্ডা জলে মুখ ধুলে মুখে বয়সের ছাপ পড়ে না এবং ত্বকের ছিদ্রগুলি আলগা হয় না। তবে অবশ্য এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনার ত্বকের প্রকৃতি কেমন তার উপর। 

৩) যাদের ত্বক খুব সেনসিটিভ অর্থাত যাদের ত্বকে ব়্যাশ, ব্রণ, ফুসকুড়ি বেশি হয় তারা দিনে যতবার খুশি মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। এতে ত্বক খুব ভাল থাকে। 

৪) মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে ওপেন পোরসগুলি বন্ধ হয়ে যায়। ফলে তেল-ঘাম-ময়লা ত্বকের ওপর বসতে পারে না। 

৫) রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে যদি ঠান্ডা জলের ঝাপটা দেন তাহলে ত্বকে যে নাইটক্রিম লাগাবেন তা ত্বকের অত্যন্ত গভীরে প্রবেশ করে ত্বককে সুস্থ ও সুন্দর বানাতে পারে। 

আর যাদের এমনিই বারবার মুখে জলের ঝাপটা দেওয়া অভ্যাস তারা অবশ্যই মুখে ময়েশ্চরাইজার লাগিয়ে নেবেন। 
Blogger দ্বারা পরিচালিত.