দুধসাদা বরফের আমেজ নিতে শিমলায় চালু কাঁচঘেরা বাতানুকূল টয়ট্রেন
Odd বাংলা ডেস্ক: বুধবার ঐতিহ্য পূর্ণ কালকা-সিমলা রুটে এক সাত-কোচ বিশিষ্ট কাঁচের ছাদওয়ালা টয়ট্রেন 'হিমদর্শন এক্সপ্রেস' চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তাপমাত্রা যেখানে হিমাঙ্কের কাছাকাছি সেখানে, শীতাতপ নিয়ন্ত্রিত, কাচ-মোড়া টয় ট্রেনের মধ্যে দিয়ে প্রকৃতির শোভা দেখা-এক অন্যরকমের অভিজ্ঞতা। আর তাই পর্যটকদের কথা ভেবেই এই প্রথম কাঁচের ভিস্তাডোম কামরা বিশিষ্ট টয়ট্রেন চালু হল কালাকা-সিমলা রুটে।
এই ট্রেনে ৬টি ভিস্তা ডোম কোচ ছাড়াও আরও একটি প্রথম শ্রেনির কোচ থাকছে ওই টয় ট্রেনে। প্রতিটি ভিস্তা ডোম কোচে ১৪টি আসন রয়েছে। এখনও পর্যন্ত খবর অনুযায়ী, বুধবার ২৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত এই ট্রেন চালানো হবে।
Northern Railway, Chief Public Relations Officer:— ANI (@ANI) December 25, 2019
Him Darshan Express with Vistadome coaches (glass roof top) started its services today between Kalka-Shimla
UNESCO World Heritage Section over Ambala Division of Northern Railway. pic.twitter.com/Gi6KvIqymj
প্রসঙ্গত, সিমলা যাতায়াতের জন্য পর্যটকদের মধ্যে গাড়ি ব্যবহারের একটা ঝোঁক রয়েছে, কারণ রেলপথের তুলনায় সড়কপথে সময় এক ঘণ্টা কম লাগে। আর সেই কারণেই পর্যটক টানতে অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে রেল।
Post a Comment