বাজারে ছেয়ে গিয়েছে জাল ৫০০ টাকার নোট, কীভাবে চিনবেন দেখে নিন


Odd বাংলা ডেস্ক: এবার ৫০০ টাকার নোটে অনেক নতুন বৈশিষ্ট্য। কীভাবে চিনবেন আসল-নকল?
নতুন ৫০০ টাকার নোট আসছে বাজারে। কীভাবে বুঝবেন কোন ৫০০ টাকার নোট আসল, আর কোনটিই বা জাল? জেনে নিন, খাঁটি নোট চেনার ১৭টি লক্ষণ।
500 Rupee Note
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে ছাড়ছে নতুন ৫০০ টাকার নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) সূত্রে জানানো হয়েছে, এই নোট‌ে নতুন অনেকগুলি বৈশিষ্ট্য সংযোজিত হচ্ছে। বলা হচ্ছে, খাঁটি ৫০০ টাকার নোটে থাকবে নিম্নলিখিত ১৭টি লক্ষণ (ছবির সঙ্গে লেখার নম্বর মিলিয়ে দেখে নিন)— 



সামনের দিকে:

১. স্বচ্ছভাবে লেখা ৫০০।

২. লুকিয়ে লেখা ৫০০।

৩. দেবনাগরী অক্ষরে লেখা ৫০০।

৪. গাঁধীজির মুখচ্ছবি (গাঁধীজির মুখের তাকানোর দিক এবং অবস্থান আগের থেকে পরিবর্তিত)

৫. উইনডোড সিকিউরিটি থ্রেড। নোটটা একটু হেলালে থ্রেডটির রং সবুজ থেকে নীলে পরিবর্তিত হয়ে যাবে। 

৬. গ্যারান্টি ক্লজ, গভর্নরের সই, প্রমিস ক্লজ, এবং আরবিআই-এর এমব্লেম (অবস্থান আগের চেয়ে পরিবর্তিত)।

৭. গাঁধীজির মুখচ্ছবি এবং ইলেকট্রোটাইপের জলছাপ। 

৮. উপরের বাঁ কোণে এবং নীচের ডান কোণে টাকার নম্বর। নম্বরের সংখ্যাগুলি বাঁ দিক থেকে ডান দিকে ছোট থেকে ক্রমশ বড় হয়েছে। 

৯. টাকার চিহ্নসহ ৫০০ লেখা। নোটটি একটু হেলালে লেখাটির রং সবুজ থেকে নীলে বদলে যাবে। 

১০. অশোক স্তম্ভ। 

দৃষ্টিহীনদের জন্য: 

১১. বৃত্তের ভিতরে উঁচু করে লেখা ৫০০। 

১২. নোটের বাঁ দিক ও ডান দিকে আড়াআড়িভাবে ৫টি উঁচু হয়ে থাকা ব্লিড লাইন।

Blogger দ্বারা পরিচালিত.