শাশুড়ির সঙ্গে বনিবনার অভাব? শাশুড়িমা-কে বন্ধু বানিয়ে নিন সহজ এই উপায়ে


Odd বাংলা ডেস্ক: আজকালকার দিনে শাশুড়ি মায়ের মন জুগিয়ে চলার দিন নেই। দিন বদলেছে, তবে বউ কখনও মেয়ে হয়ে উঠতে পারে না-একথা ঠিক নয়। পুরোপুরি মেয়ে না হয়ে উঠতে পারেন, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য এমন কয়েকটি টিপস যাতে শাশুড়িমাও হয়ে উঠতে পারেন পরম বন্ধু।  

  • বলা হয় অন্যকে সম্মান দিলে তবেই নিজে সম্মান পাওয়া যায়। তাই নিজের বাবা-মার মতো শ্বশুর-শাশুড়িকেও তাঁদের প্রাপ্য সম্মানটুকু দিন এতে উল্টে আপনারি সম্মান বাড়বে। 
  • ভালবাসার কোনও বিকল্প নেই। অশান্তির আগুন কিন্তু ভালবাসার শীতলতায় নিভিয়ে দেওয়া যায়। নিঃস্বার্থ ভালবাসা দিয়ে দেখুন তার দ্বীগুণ ভালবাসা ফেরত পাবেন। 
  • যেকোনও বিষয়ে সমস্যা দেখা দিতে তা খোলাখুলিভাবে আলোচনা করুন। মনে রাখবেন রাজনীতি হোক বা সংসার খোলামেলা আলোচনায় বহু সমস্যার সমাধান সম্ভব। 
  • প্রথম প্রথম বিয়ের পর শ্বশুড়বাড়ি গিয়ে মেয়েরা নিজের বাপের বাড়ির তুলনা করেন। কিন্তু বাপের বাড়ির সব ভাল আর শ্বশুরবাড়ির সব খারাপ এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এই মানসিকতা রাখলে কখনওই শাশুড়ি মায়ের কাছের মানুষ হয়ে উঠতে পারবেন না।
  • প্রয়োজনে শাশুড়ি মায়ের পছন্দের জিনিস তাঁকে উপহার দিন। তাহলেই দেখবেন সব পুরনো রাগ গলে জল হয়ে যাবে। 
  • নিজের মায়ের জন্য যা করেন শাশুড়ি মায়ের জন্যও সেগুলি করার চেষ্টা করুন। এই যেমন ধরুন জন্মদিন পালন বা কোনও সারপ্রাইজ পার্টি।  
  • আপনি যদি আপনার পেশার জন্য আপনার পরিবারকে সময় দিতে না পারেন, তাহলে সেই বিষয়টিও আপনার শাশুড়িকে বোঝান। বা চেষ্টা করুন ছুটির দিনগুলিতে অনেক বেশি করে পরিবারকে সময় দিতে। এইভাবে চললে দেখবেন শাশুড়ির সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক অনেক সহজ হয়ে উঠবে।
Blogger দ্বারা পরিচালিত.