এই শীতে লেপ-কাঁথা-কম্বলের যত্ন নেবেন কীভাবে? জেনে নিন...


Odd বাংলা ডেস্ক: শীতকাল মানেই লেপ-কাঁথা-কম্বলের প্রতি প্রেম বেড়ে যাওয়া। শীতের রাতে জমিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমোনোর মজাটাই আলাদা। তবে সেই অর্থে দেখতে গেলে মাস দুয়েকের বেশি কিন্তু লেপ-কম্বলের ব্যবহার হয় না। তাই বছরের বেশিরভাগ সময়ে আলমারি বা ট্রাঙ্কেই সুন্দর করে তোলা থাকে। তবে জানেন কি, মাঝে মাঝে এগুলোরও যত্ন নেওয়া দরকার। অনেক সময় দেখা যায়, এক বছর আগে কেচে তুলে রাখা লেপ-কম্বলের কভার দীর্ঘদিন না ব্যবহারের ফলে গন্ধ হয় বা ধুলা পড়ে। সেসব সরিয়ে আবার লেপ-কম্বলকে শীতের জন্য তৈরি করা বা মাঝে কী উপায়ে , তা জেনে নেওয়া খুবই জরুরি। আর সেই কারণেই জিনিসগুলো যত্নের অভাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জেনে নিন শীতে কীভাবে লেপ-কম্বলের যত্ন নেবেন- 

লেপের যত্ন- শিমুল তুলোর লেপ জল দিয়ে ধোয়া বা ড্রাই ওয়াশ চলে না। বরং শীতের আগে তা বের করে তা রোদে দিন। লেপের এক পিঠে রোদ লাগার পর উল্টে দিন। লেপের কভার ভাল করে ধুয়ে নিন। 

কম্বলের যত্ন- কম্বলের ক্ষেত্রেও একইভাবে যত্ন নিন। তবে শিমুল তুলো দিয়ে তৈরি না হলে কম্বল আলাদা করে কাচতে পারেন। জলে খানিকটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে সেই জলে ভিজিয়ে তুলতে পারেন কম্বল। তবে কম্বলের ওজন বেশি হলে তা দোকানে গিয়ে কাচানোই ভাল। 

কাঁথার যত্ন- শীতে কাঁথা ব্যবহারের আগে সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এমনিতে কাঁথা পরিষ্কার খুব শ্রমসাধ্য। সারা বছর যে ডিটারজেন্ট ব্যবহার করেন তাতেই ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ভাল করে কেচে নিন।
Blogger দ্বারা পরিচালিত.