এবার আর বেশি খরচ নয়, এই শীতে চামড়ার জ্যাকেটের যত্ন নিন এইভাবে...
Odd বাংলা ডেস্ক: শীতের দিনে স্টাইল স্টেচমেন্ট হল লেদার জ্যাকেট। চামড়ার জ্যাকেটে শীতের দিনে নিজেকে মুড়ে রাখার মজাটাই আলাদা। কিন্তু লেদার জ্যাকেট সুন্দর রাখতে ড্রাই ক্লিনিং-এর জন্য অনেক অনেক টাকা খরচ হয়ে যায়। পাশাপাশি অনেক ঝক্কিও প্রচুর পোহাতে হয়। কারণ লেদারের জ্যাকেট পরে যত না আরাম, তার থেকে বেশি ঝামেলা হল এই জ্যাকেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
- লেদারের জ্যাকেট পরিষ্কারের ক্ষেত্রে যে যেকাজ গুলি করতে হবে সেগুলি হল-
১) পরিষ্কার সুতির কাপড় অথবা তোয়ালে অল্প করে ভিজিয়ে আস্তে আস্তে ঘসতে থাকুন। কোনও খসখসে কাপড় ব্যবহার করবেন না, এর ফলে আপনার জ্যাকেটের চামড়া নষ্ট হয়ে যাবে এবং তাতে দাগ পড়ে যাবে।
২) একটি বাটিতে ঈষদ-উষ্ণ জল নিন। তার মধ্য খানিকটা সাবানের গুঁড়ো মেশান। এবার একটি নকম রুমাল তাতে ডুবিয়ে নিয়ে আপনার জ্যাকেট আস্তে আস্তে ঘসে পরিষ্কার করে নিন।
৩) সাবানের গুঁড়ো এবং ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিয়ে তা দিয়েও চামড়ার জ্যাকেট পরিষ্কার করতে পারেন।
৪) এবার একটি পরিষ্কার তোয়ালের সাহায্যে জ্যাকেটের সবটুকু জল শুকিয়ে ফেলার চেষ্টা করুন। পাখা চালিয়ে কখনওই জ্যাকেট শুকোবেন না। এতে করে ফাঙ্গাস জন্ম নিতে পারে। তবে কিন্তু ভুল করেও রোদে শুকোবেন না।
- জ্যাকেট পরিষ্কার করার সময়ে যে কাজগুলি একেবারেই করবেন না-
১) অ্যামোনিয়া বা ব্লিচ কখনওই ব্যবহার করবেন না। কারণ এর ফলে আপনার জ্যাকেটের মাঝে ফাটা ফাটা দাগ তৈরি হতে পারে।
২) পাশাপাশি অতিরিক্ত জলও ব্যবহার করবেন না এর ফলে আপনার জ্যাকেটের চামড়া নষ্ট হয়ে যাবে।
Post a Comment