হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুতে ক্ষতে মলম পড়ল, বললেন নির্ভয়ার মা
Odd বাংলা ডেস্ক: নজিরবিহীন ঘটনায় হায়দরাবাদের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করায় ওই চারজনকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
২০১২ সালে নির্ভয়া মামলায় নির্যাতিতা জ্যোতি সিং-এর মা আশা দেবী এই ঘটনায় খুবই খুশি বলে জানিয়েছেন তিনি। এই মৃত্যু তাঁর ক্ষতের ওপর মলমের মতো। ২০১২ সালে তিনি যেভাবে আহত হয়েছেন তাতে এই মৃত্যু ক্ষতের ওপর ওষুধের মতো।
এদিন তিনি আরও বলেন, এটাই অত্যন্ত আনন্দের যে, অন্তত একজন মেয়ে তো ন্যায়বিচার পেয়েছে। তিনি পুলিশকে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন যে, নির্ভয়া অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য তিনি বছরের পর বছর লড়াই করে আসছেন। অপরাধীদের শাস্তি দেওয়া উচিত, তাতে যদি আইন ভঙ্গও করতে হয়, তাও করা দরকার, তারপরেই সমাজ বদলে যাবে।
নির্ভয়ার অপরাধীদের শাস্তির দাবিতে তিনি এখনও আদালতের দরজায় দরজায় ঘুরছেন। ১৩ তারিখ ফের শুনানির তারিখ রয়েছে। আশা দেবীর আরও দাবি, এজাতীয় জঘন্য অপরাধের জন্য অপরাধীদের মধ্যে একটা ভীতি জাগ্রত হবে।
Post a Comment