জমে উঠেছে উৎসবের মরশুম, মিনিটে ৯৫ প্লেট বিরিয়ানির অর্ডার পড়ছে
Odd বাংলা ডেস্ক: উৎসবের মরশুম মানেই খাওয়া দাওয়া। আর অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি কিন্তু এই খাওয়াদাওয়ার সংজ্ঞাই বদলে দিয়েছে। এখন কারণে-অকারণে বাড়িতে খাওয়া-দাওয়া লেগেই থাকে। তেমনই এক জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ হল স্যুইগি।
স্যুইগির বার্ষিক রিপোর্ট বলছে, ভারতবাসী গড়ে প্রতি মিনিটে ৯৫ প্লেট বিরিয়ানি অর্ডার করছে। স্যুইগির বার্ষিক রিপোর্ট আরও জানাচ্ছে যে, ৩৫,০৫৬ রকমের বিরিয়ানি সার্ভ করেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল বোনলেস চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ্ বিরিয়ানি, ভেজিটেবিল বিরিয়ানি এবং পনির বিরিয়ানি।
কেরলেপ ত্রিশূর বিরিয়ানি কম্বোর জন্য বিশেষভাবে বিখ্যাত। সেরার তালিকায় এটি এবছরের নবতম সংযোজন। সংশোধনাগারে বন্দিরা এই বিরিয়ানি প্রস্তুত করে থাকে। চালু হওয়ার পর থেকে এযাবত প্রায় ২০০০-এরও বেশি বিরিয়ানির অর্ডার পড়েছে। শুধু তাই নয় মুম্বইয়ে ক্যুইক সার্ভ ভেজিটে রিয়ান বিরিয়ানি বিক্রি হয়েছে প্লেট প্রতি ১৯ টাকায়।
Post a Comment