গোটা রাজ্য জুড়েই বন্ধ হতে পারে ইন্টারনেট
Odd বাংলা ডেস্ক: মালদহ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর, উত্তর ২৪ পরগনার বসিরহাটে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল রাজ্যে, ক্রমেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের আবেদনেও কাজ হয়নি। প্রথম দিন উলুবেড়িয়ায় চলেছিল বেপরোয়া বিক্ষোভ। ভাঙচুর চলেছিল ট্রেনে। শুক্রবার দুপুরেই মুর্শিদাবাদের বেলডাঙায় থানায় অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষোভকারীরা। শনিবার পরিস্থিতি আরও ঘোরালো হয় মুর্শিদাবাদে। বিকেলে কৃষ্ণপুর স্টেশনে পাঁচটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
Post a Comment