কারাগারে বিলাসবহুল জীবন কাটাতে চায় আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার, চেয়ে পাঠাল আই পড, খাসির মাংস!


Odd বাংলা ডেস্ক: বছরের পর বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষ ২০১৫ সালে গ্রেফতার করা হয় কুখ্যাত গ্যাংস্টার নীরজ বাওয়ানাকে। এতদিন বাদে আবারও সে খবরের শিরোনামে। তার নাগাল পেতে বহু বছর ধরে চেষ্টা চালাচ্ছিল দিল্লি পুলিশ। প্রতিদ্বন্দ্বী গ্যাং-এর সদস্য এবং অপরাধী ছাড়াও এক ডজনেরও বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে হত্যা করার জন্য সর্বদাই মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় ছিল সে। 

বর্তমানে সে তিহার জেলে বন্দি। সম্প্রতি সে জেলের সুপারিন্টেন্ডেন্ট-এর কাছে একটি তালিকা পাঠিয়ে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস চেয়ে পাঠিয়েছে, আর সেই তালিকা দেখেই চক্ষু চড়কগাছ জেল কর্তৃপক্ষের! সেই তালিকায় রয়েছে, একটি আইপড, এফএম রেডিও এবং ঘরে তৈরি আমিষ খাবার।

প্রসঙ্গত এর আগে তাকে বারবার বলা হয়েছিল যে, কারাগারের ভেতরে তাকে এই জাতীয় কোনও সুযোগ-সুবিধাই দেওয়া হবে না, এবং এর পরিবর্তে সে তিহারের অভ্যন্তরীণ রেডিও পরিষেবা সে গ্রহণ করতে পারে। প্রসঙ্গত, তিহার জেলের ভেতর তাকে একটি আলাদা সেলে রাখা হয়েছিল। যদিও নীরজ বাওয়ানা ছাড়াও এই মুহূর্তে তিহারে বন্দি রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজন এবং গ্যাংস্টার তথা রাজনীতিক মোহম্মদ শাহারুদ্দিন-কেও আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। 

প্রায় তিন দশক ধরে তিহার জেলের ল' অফিসার সুনীল গুপ্তা জানিয়েছেন, 'আমরা ঘরে তৈরি খাবার সেলে আনা নিষিদ্ধ করেছি, কারণ নিষিদ্ধ জিনিসগুলি অনেকসময়ে খাবারের সঙ্গে এখানে পাচার করা হয়ে থাকে। এমনকী রক্ষীরা কয়েদিদের বাড়ি থেকে আনা পরোটার ভাঁজে টাকা উদ্ধার করেছে। শুধু তাই নয় তরকারির মধ্যে ড্রাগ ভরেও পাচার করা হল সেলের মধ্যে।' তিনি আরও বলেন, 'আশির দশকের আগেও জেলে নিরামিষ খাবার আনা নিষিদ্ধ ছিল। কারণ আমাদের পূর্বসূরীরা মনে করতেন আমিষ খাবার হিংসায় প্ররোচনা দেয়, আর সেই কারণেই হয়তো জেলের মধ্যে আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে।'
Blogger দ্বারা পরিচালিত.