আর কিছুক্ষণেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, বড় পরীক্ষার মুখে গেরুয়া শিবির


Odd বাংলা ডেস্ক: সোমবার ফল প্রকাশিত হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের। পাঁচ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ঝাড়খণ্ডে। তবে ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে ঝাড়খণ্ডে আর বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে না। হয় ত্রিশঙ্কু হবে আর না হয়, কংগ্রেস-আরজেডি-জেএমএম জোট ক্ষমতায় আসতে চলেছে। 

নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করার পর এই নির্বাচনের ফলাফল যেন মোদী সরকারের কাছে একটা অগ্নি-পরীক্ষা। তবে বুথ ফেরত সমীক্ষাকে কার্যত আমলই দিচ্ছে না ঝাড়খণ্ডের গেরুয়া শিবির। আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে, দ্বিতীয়বারের জন্যও কি মুখ্যমন্ত্রীর পদে আসতে চলেছেন রঘুবর দাস। 

৮১ আসনে সকাল ৮টা থেকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুপুর ১টা নাগাদ জানা যাবে আরও একবার কি রঘুবর দাসের নেতৃত্বে বিজেপি সরকার ফিরছে ঝাড়খণ্ডে, নাকি, হেমন্ত শোরেনের নেতৃত্বে বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার জোট শরিক কংগ্রেস ও আরজেডিকে সঙ্গী করে সরকার গড়ে তুলতে চলেছে।

সূত্রের খবর, জয়ের বিষয়ে নিশ্চিত দুই পক্ষই ইতিমধ্যে রাচীর একাধিক দোকানে লাড্ডু ও ফুলের মালার অর্ডার দিয়ে রেখেছেন। তবে শেষ পাওয়া খবর অনুসারে জেএমএম এগিয়ে ২৪টি আসনে, বিজেপি এগিয়ে ২১টি আসনে, আইএনসি রয়েছে ১৪টি আসনে। 
Blogger দ্বারা পরিচালিত.