ঝাড়খণ্ডে তবে কি এবার পালাবদল! কী রয়েছে বিজেপির ভাগ্যে?


Odd বাংলা ডেস্ক: ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড যা বলছে, তাতে করে ঝাড়খণ্ডে যে এবার পালাবদল ঘটতে পারে- তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জেএমএম-কংগ্রেসের জোটের সঙ্গী তীব্র প্রতিযোগীতায় নেমেছে বিজেপি। তবে ভোটের ফলাফল যদি ত্রিশঙ্কু হয়, তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়ে জোর জল্পনা চলছে বিজেপির অন্দরে। 

প্রাথমিক গণনার ট্রেন্ডের ভিত্তিতে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ৪০টি আসনের ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী শিবিরের জোট। বিজেপি পিছিয়ে ছিল ২৯টি আসনে। অন্যদিকে জেভিএম এবং এজেএসইউ এগিয়ে রয়েছে যথাক্রমে ৪টি ও ২টি আসনে। ফল ত্রিশঙ্কু হলে সেইমতো ব্যবস্থা নিতেও তৎপর বিজেপি। সূত্রের খবর বিজেপির তরফে জেভিএম এবং এজেএসইউ-এর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে খবর। 

বিজেপি সূত্রে খবর, দলের হাইকম্যান্ড এজেএসইউ-এর প্রধান সুদেশ মাহাতো ও জেভিএম প্রধান বাবুলাল মারাণ্ডির সঙ্গে কথা বলেছে। ঝাড়খণ্ডে নির্বাচনে দলের দায়িত্বে থাকা বিজেপির ওম মাথুর রবিবার রাতেই রাঁচি পৌঁছে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে দেখা করে ভোটের ফলাফল-পরবর্তী রণকৌশল পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। দুপুর ১২টায় পাওয়া খবর অনুসারে, ৩৯টি আসনে এগিয়ে রয়েছে ইউপিএ জোট। ২৯টি আসনে এগিয়ে বিজেপি এবং অন্যান্যরা রয়েছেন ৮টি আসনে।
Blogger দ্বারা পরিচালিত.