আজ ঝাড়খণ্ডের বিধানসভার ভোট গণনা, লাড্ডু কিনে রেখেছে বিজেপি
Odd বাংলা ডেস্ক: দুপুর ১টা নাগাদ স্পষ্ট হয়ে যাবে ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারছে কিনা। নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড়ের মধ্যে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফল। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে শুরু হবে ভোটগণনা। রাজ্যের সব জেলা সদরে ভোট গণনা শুরু হবে সকাল আটটায়। কয়েক ঘন্টার মধ্যে জানা যাবে রঘুবর দাসের নেতৃত্বে বিজেপি ফের আসছে ঝাড়খণ্ডে,না কি হেমন্ত সোরেনের নেতৃত্বে বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও তার জোট শরিক কংগ্রেস ও আরজেডির সঙ্গে মিলে সরকার গড়তে চলেছে। সূত্রের খবর, জেতার ব্যপারে আত্মবিশ্বাসী দুই পক্ষই রাঁচীর বিভিন্ন দোকানে ফুলের মালা ও প্রচুর লাড্ডুর অর্ডার দিয়ে রেখেছে। বিজেপি গেরুয়া ও কংগ্রেস সবুজ আবিরেরও অর্ডার দিয়ে রাখা হয়েছে।
Post a Comment