একধাক্কায় ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা, তবে কি এবার উষ্ণতম বড়দিন!


Odd বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরে কলকাতা-সহ আরও বেশকিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভব হলেও সোমবার কলকাতায় শীতের দাপট খানিকটা হলেও আজ কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে বাড়বে কুয়াশাও। 

সোমবার শহরে এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে তাপমাত্রার পারদ হল ১৪.৪ ডিগ্রি। যেখানে রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। হাতে মাত্র আর একদিন, আর তারপরেই বড়দিন। যার জেরে এবার উষ্ণতম বড়দিন হতে পারে শহরে- অন্তত এমনটাই মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.