অভিনব উদ্যোগ! রাতে ক্যাব না পেলে, বিনামূল্যে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে পুলিশ
Odd বাংলা ডেস্ক: মহিলাদের ওপর অপরাধমুলক ঘটনা রোধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন পঞ্জাবের লুধিয়ানা পুলিশ। সন্ধে বা রাতের দিকে যেসব মহিলারা ক্যাব খুঁজে পাবেন না, তাঁদের বিনামূল্যে তাঁদের রাইড অফার করছেন। অর্থাৎ ক্যাবের জন্য রাতের বেলা বাড়ি ফিরতে যদি কোনও মহিলার অসুবিধা হয়, তাহলে তাঁরাই মহিলাদের বাড়ি পৌঁছে দেবেন।
পুলিশ কমিশনার রাকেশ অগ্রবাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাতে কোনও মহিলা বাড়ি ফিরতে না পারলে পুলিশের গাড়ি তাঁদের বিনামূল্যে বাড়ি পৌঁছে দেবে। এজন্য, একজন মহিলাকে পুলিশ হেল্পলাইন নম্বর ১০৯১ এবং ৭৮৩৭০১৮৫৫৫ নম্বরে ফোন করতে হবে এবং একটি গাড়ির জন্য অনুরোধ করতে পারেন তাঁরা।
আর এই পরিষেবা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাওয়া যাবে। কমিশনার আরও জানিয়েছেন, সঙ্কটকালীন পরিস্থিতিতে মহিলাদের কাছে পৌঁছে যেতে পুলিশ একটি 'শক্তি' অ্যাপও চালু করা হয়েছে। তেলঙ্গানার যুবতী পশুচিকিৎসক চিকিৎসককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ, তখনই এই বিশেষ পরিষেবা নিয়ে এল পঞ্জাবের লুধিয়ানা পুলিশ।
Post a Comment