ফাঁকা ঘরে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, ভরা রাস্তায় নগ্ন করে ঘোরানো হল অভিযুক্তকে


Odd বাংলা ডেস্ক: চারিদিকে যখন ধর্ষণের বিরুদ্ধে গড়ে উঠছে প্রতিবাদ মিছল। তার মধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে শিশুকন্যা, কিশোরী, যুবতীদের ওপর ঘটে চলা নৃশংস অত্যাচারের কথা। মহারাষ্ট্রের নাগপুরের পার্দি এলাকায় এক চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ৩৫ বছরের এক যুবকের দিকে। আর সেই কারণেই রবিবার সন্ধেয় ওই যুবককে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানো হয়েছে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে এলাকার বাসিন্দারা মিলে অভিযুক্ত জওহর বৈদ্যকে প্রথমে মারধর করে, পরে দড়ি দিয়ে তার হাত বেঁধে, তাকে নগ্ন করে রাস্তায় ঘোরায়। আরও জানা গিয়েছে অভিযুক্ত জওহর বৈদ্য একটি কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্ক-এ নগদ সংগ্রহের এজেন্ট হিসাবে কাজ করত। 

জানা যায়, প্রতিদিনই নগদ সংগ্রহের জন্য জওহর ওই শিশুটির বাড়িতে যেত। রবিবার সন্ধেবেলা শিশুটিকে বাড়িতে একা পেয়ে তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করে বলে অভিযোগ। এরপর আচমকাই মেয়েটির মা ঘরে চলে এসে প্রতিবেশীদের ডেকে আনে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.