ভি সি সাজ্জানার, ৮ বছর আগে এভাবেই আরও একটা এনকাউন্টার করেছিলেন এই সিংহম


Odd বাংলা ডেস্ক: প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণের ৪ অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু আদতে প্রমাণ করল পুলিশের কাজ শুধু হাত পেতে টাকা নেওয়া নয়। তারা কাজও করতে পারে। বৃহস্পতিবার রাতে তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই চার ধর্ষককে নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। চলছিল তদন্ত, জেরা। এ সময়ে হঠাৎই চার ধর্ষক পালাতে যায় বলে দাবি করেছে পুলিশ। তখনই চালাতে হয় গুলি। আর সেখানেই নাকি ৪ ধর্ষক এনকাউন্টারে মারা যায়।

কিন্তু অদ্ভুত ভাবে সাজ্জানার যেখানেই যান সেখানেই এভাবে এনকাউন্টারের ঘটনা ঘটে। ২০০৮ সালে ওয়ারনাঙ্গাল এলাকাতে এক মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে কয়েকজন। সেবারও এভাবেই একটা এনকাউন্টারে সেই ৩ জনকে মেরে ফেলেন ভিসি সাজ্জানার। এছাড়াও দক্ষিণের নক্সাল হত্যাতেও সাজ্জানার সিদ্ধহস্ত। নিজের চাকরি জীবনের শুরু দিকে রেনেগাট নক্সালদের নিরস্ত্রিকরণের দায়িত্বে ছিলেন। তখন যে নক্সালরা নিরস্ত্রীকরণে রাজি হত না তাদের এনকাউন্টার করতেন এই সাজ্জানার।       
Blogger দ্বারা পরিচালিত.