২০০ টাকার বিনিময়ে ৭২ হাজার টাকা পেনশন, বড় সিদ্ধান্ত মোদী সরকারের


Odd বাংলা ডেস্ক: নরেন্দ্র মোদী সরকারপ সম্প্রতি নিয়েছে কিছু বড়সড় উদ্যোগ। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল পেনশন প্রকল্প। ন্যাশনাল পেনশন স্কিম-এর আওতায় এই প্রকল্প অনুসারে মাসে ২০০ টাকা করে দিয়ে বছরের শেষ ৭২,০০০ টাকা পেনশন পাওয়া যাবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানিয়েছেন, ৩০ বছর বয়সের পর থেকে এই প্রকল্পে অংশ নেওয়া যাবে। 

এই পেনশন স্কিম চালু করতে গ্রাহকদের আধার কার্ড এবং সেভিংস অ্যাকাউন্ট অথবা জন ধন অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট খুলতে সময় লাগবে মাত্র ২-৩ মিনিট। নুন্যতম ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমানো যেতে পারে। কে কত টাকা জমাবেন তা নির্ভর করবে কোনও ব্যক্তির বয়সের ওপর। 

শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি মাসে ১০০ টাকা করে জমান, তাহলে তা বছরে গিয়ে হবে ১২,০০০ টাকা আর ৬০ বছর বয়সে গিয়ে পেনশন হিসাবে মিলবে প্রতি বছরে মিলবে ৩৬,০০০ টাকা। তবে পেনশন প্রাপকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর স্ত্রী বছরে অর্ধেক অর্থাত ১৮,০০০ টাকা করে পাবেন। তবে কোনও দম্পতি যদি এই পেনশন প্রকল্পে যোগ দেন তাহলে অর্থের পরিমাণ দ্বীগুণ হবে। 

প্রসঙ্গত যাঁদের নিজস্ব ব্যবসা আছে এবং যাদের বাৎসরিক আয় দেড় কোটি টাকার কম, তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন৷
Blogger দ্বারা পরিচালিত.