মায়ের জঠোরেই 'অন্তঃসত্ত্বা' শিশু! জন্মের পর তাকে দেখে তাজ্জব চিকিৎসকরা
Odd বাংলা ডেস্ক: সদ্যোজাত সন্তান অন্তঃসত্ত্বা! এও কি সম্ভব নাকি! এমন প্রশ্নই নিশ্চয় মাথায় ঘুরছেন আপনার। গল্প নয়, এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কলোম্বোতে। কলোম্বোর মামাজ লেটিনস হাসপাতালে এক সদ্যজাত কন্যাসন্তান গর্ভ নিয়েই জন্ম নিয়েছে বলে খবর। আর তা দেখেই রীতিমতো তাজ্জব হয়ে পড়েন চিকিৎসকরাও।
জন্মের পরে সি-সেকশন সার্জারির মাধ্যমে অপারেশন করে শিশুটির গর্ভস্থ ভ্রুণ বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। চিকিৎসকরা আরও জানিয়েছেন, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা গেছিল, শরীরে দুটি Umbilical Cords রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকা অবস্থাতেই গর্ভবতী হয়ে পড়ে সন্তান, যা কিনা সত্যিই এক বিরল।
এরপর শিশুটির জন্মের পরেই তার পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটি, যা পুরোপুরিভাবে অপরিণত ছিল। অপারেশনের পর চিকিৎসকেরা জানিয়েছেন, সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। সেইসঙ্গে তাঁরা আরও জানান যে ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাঁর শারীরিকভাবে কোনও সমস্যা হবে না।
Post a Comment