এই স্টেশনে ৫০ লক্ষ টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাথরুম তৈরি করছে রেল


Odd বাংলা ডেস্ক: দ্বীতল বিশিষ্ট বিলাসবগুল শৌচালয় তৈরি হতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনার্সে। সাধারণ যাত্রীদের সুবিধার্ধে শীতাতপ নিয়ন্ত্রিত শৌচালয় তৈরী করা হবে শিবাজী মহারাজ টার্মিনার্সে। 

রেলের তরফে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে যাত্রীদের সুবিধার্থে এই শৌচালয় নির্মাণ করা হচ্ছে বলে খবর। ২০২০ সালের মার্চেই যাত্রীদের জন্য এই শৌচালয় খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রতিদিন প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ এই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনার্সে যাতায়াত করেন। 

সেন্ট্রাল রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই শৌচালয়ে ৩৩টি মূত্রত্যাগের জায়গা তৈরি করা হয়েছে। নন-এসি বিভাগে ইতোমধ্যেই রয়েছে ৪৪টি। একতলায় থাকবে মূত্রত্যাগের ব্যবস্থা। ম্যাজেনাইন ফ্লোরে আটটি স্নানাগার থাকবে। আর গোটা বিল্ডিংটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত।
Blogger দ্বারা পরিচালিত.