'ভগবানের চেয়ে কোনও অংশে কম নন নরেন্দ্র মোদী'- শিবরাজ সিং চৌহ্বান


Odd বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীন নেতা শিবরাজ সিং চৌহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায়, নরেন্দ্র মোদী ঈশ্বরের থেকে কোনও অংশে কম কিছু নন। বিশেষত পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রসঙ্গে তাঁর সঙ্গে ঈশ্বরের তুলনা করেছেন। 

দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট জে পি নাড্ডার উপস্থিতিতে ইন্দোরে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সিন্ধি ও পাঞ্জাবী সম্প্রদায়ের সমাবেশে দাঁড়িয়ে শিবরাজ সিং চৌহ্বান বলেন, 'ঈস্বর আপনাকে জীবন দান করেছে, আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি, আপনাদের নতুন জীবন দান করেছেন, আপনাদের শ্রদ্ধা জানিয়েছেন ও মর্যাদা প্রদান করেছেন। তাই নরেন্দ্র মোদী আপনি ভগবানের চেয়ে কম নন। আর একথা কি সত্যি নয়!'-এই প্রশ্নই তিনি ছুঁড়ে দিয়েছেন সামনে বসে থাকা জনতার দিকে। 

পাকিস্তান থেকে আগত মহিলাদের প্রসঙ্গ টেনে এনে চৌহ্বান বলেন, একসময়ে তাদের সে দেশের মন্দিরে যেতে দেওয়া হত না, নারীদের ধর্ষণ করা হত, কেউ কেউ জোর করে নিকাহ করতে বাধ্য হতেন এমনকী অনেককে বিবাহ অস্বীকার করার কারণে হত্যাও করা হয়। তিনি আরও বলেন যে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই জেলা কালেক্টর বলে তিনি তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে বলেছিলেন। এরপর তিনি বলেন, 'অভিনন্দন কর নরেন্দ্র মোদীj, বন্দন কর অমিত শাহজির'। পাশাপাশি তিনি এও বলেন যে, কেন যে কিছু লোক নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা করছেন, সেটাই তার কাছে স্পষ্ট নয়। পাশাপাশি সিএএ নিয়ে কংগ্রেসকে দেশকে বিভ্রান্ত করারও অভিযোগ আনেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.