১৭২ বছরের অপেক্ষার অবসান, আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক 'রিং অব ফায়ার'...


Odd বাংলা ডেস্ক: প্রায় ১৭২ বছর পর আগামী ২৬ ডিসেম্বর ফের আকাশে দৃশ্যমান হবে এক বিরল সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ ভারত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া, সুমাত্রা এবং বোর্নিওর বেশ কিছু অংশ থেকে। ইওরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গা থেকেও লোকেরা এই সূর্যগ্রহণ আংশিকভাবে দেখা যাবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

শেষবার ১৭২ বছর আগে এই মহাজাগতিক ঘটনা আকাশে দেখা গিয়েছিল। আর সেই একই ঘটনা আবারও ঘটতে চলেছে আগামী ২৬ ডিসেম্বর। এদিন আকাশে সূর্যের চারিপাশে দেখা যাবে এক অগ্নি বলয়, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন, রিং অব ফায়ার। মহাকাশ বিজ্ঞানীদের কথায়, এই গ্রহণের ফলে সূর্যের প্রায় ৯০ শতাংশ ঢেকে দেবে চাঁদ। আকাশে এই বিরল মহাজাগতিক ঘটনা ঘটবে টানা ২ ঘণ্টা ধরে। নিজ কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে এবং চাঁজের ছায়া সূর্যের ওপর পড়ে, তখন তাঁকে বলা হয় সূর্যগ্রহণ।

এর ফলে চাঁদ সূর্যকে ঢেকে ফেললে চাঁদের ঢেকে যাওয়া অংশটুকু বাদে সূর্যের দৃশ্যমান অংশটুকু যেন একটা আগুনের বলয় বলে মনে হয়। এবং তা দেখতে অনেকটা সোনার আংটির মতো দেখতে লাগে, যাকে বলা হয় বলয়াকার সূর্যগ্রহণ। প্রসঙ্গত এই গ্রহণটি চলতি বছরের তৃতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এরপর ২০২০ সালেপর ১০ জানুয়ারি একটি সূর্যগ্রহণ হবে। তবে বিরল এই সূর্যগ্রহণ কলকাতা থেকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই কারণ, ২৪ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বাতাসে একটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হবে। যার জেরে ভারতের পূর্ব মধ্য প্রান্ত এবং পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
Blogger দ্বারা পরিচালিত.