অসমে কেবল অসমের মানুষরাই জমি কিনতে পারবেন, অসমিয়াকে দিতে হবে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা, আসছে নয়া আইন
Odd বাংলা ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একদিকে যখন উত্তাল উত্তর-পূর্ব-সহ সারা দেশ, তখন এই আইন নিয়ে অসমে ভয়ের কিছু নেই-এমনটাই প্রমাণ করার জন্য প্রাণপন চেষ্টা করছে অসমের বিজেপি সরকার। আর সেই কারণে অসম সরকার নিয়ে আসতে চলেছে নতুন আইন যার সাহায্যে কেবলমাত্র অসমের মানুষরাই এবার থেকে অসমে জমি কিনতে পারবেন।
জমির অধিকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে, অসমের আদী নিবাসীদের জমি তাঁদেরই থাকবে এবং তা নিশ্চিত করতে দুটি নয়া আইন প্রণয়ন করতে চলেছে অসম সরকার। আরও বলা হয় যে, বরপেটা ও ধুবরী জেলায় লক্ষ্য করা গিয়েছে যে, অসমের আদী নিবাসীরা অর্থনৈতিক ও অন্যান্য কারণে অন্য জায়গায় চলে যাওয়ার আগে তাদের জমি ছেড়ে চলে গিয়েছিল। তবে এবার এক নয়া বিল নিশ্চিত করবে যে, অসমের আদী নিবাসী যারা, তারা কেবল অসমের আদীবাসীদের কাছেই তাঁদের জমি বিক্রয় করতে পারবেন। আর পরবর্তী অধিবেশনেই অসমের বিধানসভায় এই বিল পেশ করা হবে।
বিগত কয়েক মাসে সংশোধনী নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জী নিয়ে দফায় দফায় চলছে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ। আর এই অবস্থায় অসমের মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে এই অভিনব উদ্যোগ নিতে চলেছে অসমের বিজেপি সরকার। শুধু তাই নয়, এর পাশাপাশি অসম সরকারের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে, সংব ধানের ৩৪৫ ধারা সংশোধনের মাধ্যমে বরাক উপত্যকা, বোরোল্যান্ড এবং পার্বত্য জেলাগুলি বাদ দিয়ে অসমিয়া ভাষাক রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হোক। অন্যদিকে, সর্বানন্দ সোনওয়ালের সরকার আগামী অধিবেশনে একটি নয়া বিল নিয়ে আসতে চলেছে, যেখানে ইংরেজি ও অন্যান্য মাধ্যমের স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও অসমিয়া ভাষাকে একি আবশ্যিক ভাষা হিসাবে নির্বাচিত করতে হবে।
Post a Comment