পাকিস্তানে পোলিও নিধনে ভারতের দ্বারস্থ ইমরান সরকার...
Odd বাংলা ডেস্ক: পোলিও নির্মূলের চেষ্টায় এবার ভারতের সাহায্য চাইল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে একটি বৈঠকে বসে বলেন, এবার তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে এবার ভারত থেকে পোলিও মার্কার কিনবেন।
এর আগে চিন থেকে পোলিও মার্কার কিনেছিল পাকিস্তান, তবে তা এতটাই নিম্নমানের যে, এবার পোলিও মার্কার কিনতে ভারতের শরণাপন্ন হয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, এর আগে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের সঙ্গে সমস্তরকমের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সেইকারণে চিনের থেকেই মার্কির কিনেছিল পাকিস্তান।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংগঠন শুধুমাত্র ভারত ও চিনকেই পোলিও মার্কার প্রস্তুতির অনুমতি দিয়েছে। ফলে এখন আর ভারতের কাছ থেকে মার্কার কেনা ছাড়া এখন আর কোনও উপায় নেই পাকিস্তানের কাছে।
Post a Comment