২০২০ সালে ধ্বংস হয়ে যাবে পাকিস্তান! দাবি করলেন পাক ধর্মগুরু


Odd বাংলা ডেস্ক: যত দিন এগিয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক ততই জটিল আকার ধারণ করেছে। তা সে দুদেশের কূটনৈতিক সম্পর্কি নিয়েই হোক বা কাশ্মীর ইস্যুতেই হোক, বারবার বিভিন্ন কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে পাকিস্তানের। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কম বিদ্বেষ ছড়ায়নি। 

আর এবার পাকিস্তানের অস্তিত্ব নিয়েই এক বিরাট ভবিষ্যতবাণী করেছেন পাকিস্তানেরই এক ধর্মগুরু। ডঃ ইসরার আহমেদ দাবি করেছেন ২০২০ সালে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। আর পাকিস্তান নামে কোনও দেশও থাকবে না। পাকিস্তানের বিখ্যাত দার্শনিক তথা ধর্মগুরু হিসাবে পরিচিত ইসরার আহমেদ-এর এই মন্তব্যে কার্যত তোলপাড় চারিদিক। 

ইসরার আহমেদ জানান, পাকিস্তানের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের আর্থিক অবস্থা বর্তমানে একেবারে ভেঙে পড়েছে। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের জনতা সরকারের উপর ক্রমশ চাপ সৃষ্টি করছে। এবার এই চাপের মুখে পাক সরকারের আগামী দিনে কী স্ট্র্যাটেজি হবে এবং সেই স্ট্র্যাটেজি মেনে চললে দেশের কতটা অগ্রগতি হবে নাকি দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এখন সেটাই দেখার।
Blogger দ্বারা পরিচালিত.