মাত্র ৩৫ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ, জেনে নিন কোথায়
Odd বাংলা ডেস্ক: প্রাক্তন সাংসদ তথা জন অধিকার পার্টির আহ্বায়ক পাপ্পু যাদবকে মঙ্গলবার পাটনায় বিজেপি কার্যালয়ের সামনে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেল। পেঁয়াজের ক্রমবর্ধমান দামের জেরে একদিকে যখন চারিদিকে যখন হইচই শুরু হয়ে গিয়েছে, তখন মাত্র ৩৫ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করে সংবাদের শিরোনামে এসেছেন পাপ্পু যাদব।
অন্যান্য রাজ্যের মতো পাটনাতেও পেঁয়াজের দামে আগুন। পাটনায় প্রতি কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৮০-৯০ টাকা কিলো দরে। বিজেপির বিরুদ্ধে আঘাত হানতে এবং সাধারণ মানুষের আরও কাছাকাছি আসার জন্য এই উপায় বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার কথা শোনার পর থেকেই ওই বিজেপি পার্টি অফিসের সামনে প্রায় কয়েক শো লোকের ভিড় লেগে গিয়েছে। আরও জানা যায়, গত কয়েক দিন ধরে সাধারণ মানুষের সামনে কেন্দ্রের তীব্র নিন্দা জানায়। পাপ্পু যাদব কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান-কে আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রের তরফে বার বার আশ্বাস দেওয়া হয়েছে যে পেঁয়াজের দাম কমবে কিন্তু এখনও তার কোনও প্রভাব পড়েনি। যদিও বিজেপির বিধায়ক তথা মুখপাত্র প্রেম রঞ্জন প্যাটেল বিজেপির কার্যকলাপের বাইরে পাপ্পু যাদবের এই কার্যকলাপকে 'নাটক' বলে ব্যাখ্যা করেছে।
Post a Comment