লোকসান! মেয়ে গাড়ি চালাচ্ছে শুনে পিঙ্ক ক্যাবে উঠতে চাইছে না কেউ


Odd বাংলা ডেস্ক: হলদিয়ার মেয়েদের স্বনির্ভর করার ভাবনায় ২০১৮ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলায় সফরে এসে বাজকুলের এক সভা থেকে দুজনের হাতে পিঙ্ক ক্যাবের চাবি তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আরও ১২ জন মহিলার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছিল, জেলার বিভিন্ন পর্যটনস্থলে ঘুরবে এই গাড়ি। পর্যটকরা আ্যাপসের মাধ্যমে এই গাড়ি বুক করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের কাজেও এই গাড়ি ব্যবহার করা হবে। তাই গাড়ির চাবি হাতে পাওয়া মহিলারা স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর হওয়ার, সংসারে শ্রী ফেরানোর। কিন্তু এক একটা করে দিন পেরোতেই ম্লান হতে থাকে তাঁদের মুখের হাসি।

 এক বছর হয়ে গেল গাড়ির বুকিং নেই বললেই চলে। বুকিং আ্যাপসও তৈরি হয়নি। তাঁর কথায়, “এই এক বছরে পাঁচবার মোটে যাত্রী তুলেছি গাড়িতে। কোনও মেয়ে গাড়ি চালাচ্ছে শুনে কেউ উঠতেই চান না। কী করে ব্যাঙ্কের কিস্তির টাকা দেব আর কী করেই বা ট্যাক্স দেব বুঝতে পারছি না। একাধিকবার জেলাশাসকের দফতরে জানিয়েছি। কিন্তু ফল হচ্ছে না কোনও।”
Blogger দ্বারা পরিচালিত.