ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পেঁয়াজ এখন ২০০ টাকা কেজি, জেনে নিন কোথায়
Odd বাংলা ডেস্ক: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ২০০-র কোটায় পৌঁছে গেল পেঁয়া জের দাম! এখন পেঁয়াজের দাম শুনলেই কার্যত নাকের জলে- চোখের জলে অবস্থা আম জনতার! ভারতের মধ্যে পেঁয়াজের দাম ডবল সেঞ্চুরি পৌঁছাল তামিলনাড়ুর মাদুরাইতে। সেকানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
তবে যন্ত্রণাটা শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের কথায় পেঁয়াজের দামের ক্ষেত্রে কেবলই লোকসানই হচ্ছে। যেসমস্ত ক্রেতারা একেক বারে ৫-৬ কেজি পেঁয়াজ কিনতেন তাঁরা এখন এক কেজি পেঁয়াজ কিনছেন। আর এক বিক্রেতার কথায় প্রতি সপ্তাহে পেঁয়াজ কেনার জন্য ৩৫০-৪০০ টাকা খরচ করতে হচ্ছে। মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের পরে খরিফ শস্যের উৎপাদন কমে যাওয়ার কারণে গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ছিল ক্রমশি উর্ধমুখী।
সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি কমাতে, ২১,০০০ টনেরও বেশি পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে জানুয়ারির মাঝামাঝি সময়ে এসে তা পৌঁছাবে। পাশাপাসি সরকার ইতিমধ্যে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছে।
ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা মনে করছেন, জানুয়ারি পর্যন্ত পেঁয়াজের দাম একইরকম থাকেব, যতদিন না নতুন খরিফ শস্য বাজারে আসতে শুরু করবে। তবে পেঁয়াজের এই বর্ধিত দামের কারণে সারা দেশ জুড়েই শুরু হয়েছে বিভিন্ন রকমের প্রতিবাদ আন্দোলন!
Post a Comment