বড়দিনের পর বৃষ্টির পূর্বাভাস, বর্ষশেষে জাঁকিয়ে শীত, বলছে হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: বড়দিনে রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এরপর বৃহস্পতিবারও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা রাজ্যে। তবে দু'দিন এমন কাটলেও বছরের শেষে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে-এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, গত সপ্তাহে তাপমাত্রা নেমে গিয়েছিল ১১.৬ ডিগ্রিতে, চলতি সপ্তাহের শুরুতে তা বেড়ে গিয়ে হয় ১৪.৪ ডিগ্রি। বৃষ্টির কারণে বড়দিনে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। 

তবে বৃহস্পতিবারের পর অর্থাৎ শুক্রবার থেকে ফের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তখন কলকাতায় উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রিতে নামতে পারে বলে মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.