'নাগিন ডান্স'-এ কোমর দোলাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা, দেখুন ভাইরাল ভিডিও
Odd বাংলা ডেস্ক: শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছিল একটি কর্মসূচীর। আর সেখানে চটুল গানের সঙ্গে নেচে চাকরি খোয়ালেন এক সরকারি স্কুলের শিক্ষক! ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর শহরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই ট্রেনিং ক্যাম্পের ফাঁকে বিরতি চলাকালীন তিনজন শিক্ষককে চটুল নৃত্য করতে। জানা গিয়েছে, তাদের মধ্যেই একজন ওই হলেন মাস্টার ট্রেনার, যিনি ওই ট্রেনিংটি আয়োজন করেছিলেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই তাদের মধ্যে একজন শিক্ষককে বরখাস্ত করা হয় বলে জানা গিয়েছে। বাকি দুজনকে শো-কজের নোটিশ দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জেলা শিক্ষা অফিসার অশোক রওশওয়াল জানিয়েছে, 'আমরা এমন একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি, যিনি নাচের আয়োজন করেছিলেন এবং অন্য দু'জনকে সদ্য নিয়োগ করা হয়েছে বলে তাদের শো-কজ নোটিশ দেওয়া হয়েছ। তিনি আরও বলেন যে, নাচ-গান ও খেলাধুলা আয়োজন করায় কোনও সমস্যা নেই, তবে সঠিক আচরণবিধি বজায় রাখা শিক্ষকের একান্ত কর্তব্য।
তবে কতৃপক্ষের এই সিদ্ধান্তে কিছু শিক্ষক আপত্তি জানিয়েছেন। তাঁদের কথায়, তাঁরা বিরতির সময়টি একসঙ্গে উপভোগ করছিলেন, এতে অশ্লীলের তো কিছু নেই। এমনকী তাঁরা প্রশ্ন তুলেছেন যে, শিক্ষক বলে কি তাঁরা সহকর্মীদের সঙ্গে ভাল সময়ও কাটাতে পারবেন না!
Post a Comment