'Oh my God!' মঞ্চে গাইতে এসে গানের কথাই ভুলে গেলেন রাণু, দেখুন ভাইরাল ভিডিও


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়া স্টার রাণু মণ্ডলের কাণ্ড-কারখানার কার্যত আতশ কাঁচের নীচে রেখে পর্যবেক্ষণ করেন নেটিজেনরা। রেলস্টেশনের ধারে গান গেয়ে বিখ্যাত হওয়া রাণু মণ্ডল মুম্বই পাড়ি দিয়ে গান গেয়ে এসেছেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। এরপর হিমেশ তাঁর পরবর্তী ছবি হ্যাপি, হার্ডি অ্যান্ড হীর-এ রাণু মন্ডলকে প্লেব্যাকের সুযোগও দেন। বলিউডে বড় ব্রেক পেয়ে যান রাণু। 

কিন্তু এসবের বাইরে সোশ্যাল মিডিয়ায় নানা কারণে রাণুকে নিয়ে নানারকম মেম তৈরি হয়েছে, তাঁর করা বিভিন্ন মন্তব্যকে নিয়ে যথেষ্ট কাটা-ছেঁড়াও করা হয়েছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে, রাণু মণ্ডলকে গান গাইতে অনুরোধ করছেন জনপ্রিয় সাংবাদিক বরখা দত্ত। তিনি রাণুকে দর্শকদের জন্য একটি গান গাইতে অনুরোধ করেন।

রাণু বলেন, হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনি যে গানটি গেয়েছেন, সেই গানটিই গাইবেন তিনি। এরপর তাঁকে মঞ্চ ছেড়ে দেন বরখা। এরপর মাইক্রফোন হাতে নিয়ে ৫-৬ সেকেন্ড অপেক্ষা করার পর রাণু আচমকা বলেন, 'Oh my god, I forgot it.' আর এরপরই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দেখুন- 



Blogger দ্বারা পরিচালিত.