শহরে বিশেষ ভাবে সক্ষমদের জন্য ট্যালেন্ট হান্ট, রক অ্যান্ড ওয়াকে করল বাজিমাত


Odd বাংলা ডেস্ক: গত ২৯শে ডিসেম্বর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলার অন্যতম ট্যালেন্ট হান্ট শো The Rock & Walk, সিজন থ্রি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশেষ ভাবে সক্ষমদের জন্য তৈরি সানসাইন অটিজম কেয়ার সোসাইটিকে আর্থিক সাহায্য করা। এদিনের অনুষ্ঠানে সেলিব্রিটি চিফ গেস্ট হিসেবে হাজির ছিলেন প্রিয়া এন্টারটেইনমেন্টের কর্ণধার অরিজিৎ দত্ত। পাশাপাশি ছিলেন বিখ্যাত অভিনেত্রী সোলাঙ্কি রায়।    
এদিনের অনুষ্ঠানে বহু নতুন প্রতিভাকে তুলে আনা হয়। সেখানে যেমন দেখা গিয়েছিল মুক ও বধিরের প্রতিভা তেমনই সমাজের বুকে ব্রাত্য থাকা অটিস্টিক শিশুদেরও দেখা মেলে এই মঞ্চে। যাদের জন্য চিরদিন সমাজ অবজ্ঞা ছাড়া কিছুই দেয়নি। এদিন তাদের জন্যই সবাই দিয়েছে হাত তালি। 
অটিস্টিক সন্তানের গালে স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন মা, Image Source: oddbangla.com
অনুষ্ঠানের মূল আহ্বায়ক শশী ভূষণ ঝা ও সন্দীপ দত্ত জানান এই অনুষ্ঠান আদতে এই বিশেষ ভাবে সক্ষমদের জায়গা করে দিতেই একটা ক্ষুদ্র প্রয়াস। আগামীতে চতুর্থ সিজনে আরও এই ধরনের প্রতিযোগী পেতে চান তাঁরা। সাংবাদিক শুভেন্দু পাঠক ছিলেন এদিনের সঞ্চালক। তাঁকে শিশুদের সঙ্গে দেখা গেল বেশ অন্য মেজাজে।     

এদিনের অনুষ্ঠানে সানসাইন অটিজম কেয়ার সোসাইটির কর্ণধার নিলাঞ্জনা রামবথু জানান এই অনুষ্ঠানের সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত। এবং যত দিন যাচ্ছে এই অনুষ্ঠান ক্ষুদ্র লতা থেকে ক্রমশ বৃক্ষে পরিণত হচ্ছে। তিনি চান সমাজের এরকম আরও অন্ধকার গলিতে আলো ফেলুক Rock And Walk।     
Blogger দ্বারা পরিচালিত.