'ভারতবর্ষের ১৩০ কোটি মানুষই হিন্দু', এমনই দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের


Odd বাংলা ডেস্ক: বুধবার আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, সংঘ ভারতের ধর্ম ও সংষ্কৃতি নির্বিশেষে ভারতের ১৩০ কোটি মানুষসকে হিন্দু সমাজের অন্তর্ভূক্ত বলেই বিবেচনা করা হয়। ধর্ম ও সংষ্কৃতি নির্বিশেষে যেসব মানুষদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা রয়েছে, যারা ভারতের ঐতিহ্যকে সম্মান করেন তাঁরা সকলেই হিন্দু এবং আরএসএস এই ১৩০ কোটি মানুষকেই হিন্দু হিসাবে বিবেচনা করে। 

মোহন ভাহবত আরও বলেন, সমগ্র সমাজ তাঁদেরই এবং সংঘের লক্ষ্য এইজাতীয় সংঘবদ্ধ সমাজ গড়ে তোলার। এখানেই শেষ নয় তিনি আরও বলেন, 'ভারত মাতার সন্তান, সে যে ভাষাতেই কথা বলুক না কেন, যে প্রদেশেরই মানুষ হোক না কেন, যে ধরণের উপাসনায় নিজেকে নিয়োজিত করুক না কেন, তিনিই হলেন হিন্দু...'

আর এই বিষয়ে সংঘের তরফে ভারতের এই ১৩০ কোটি মানুষই হিন্দু। ভাগবত আরও বলেন, আরএসএস সকলকেই সাদরে গ্রহণ করে, তাদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করে এবং তাঁদের উন্নতির জন্য তাঁদের আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে। 
Blogger দ্বারা পরিচালিত.