অশান্তি এড়াতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি অযোধ্যায়


Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যাতে নতুন করে কোনও অশান্তি এড়াতে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে যোগী সরকারের তরফে নির্দেশিকা জারি করে এমনটাই বলা হয়েছে। 

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে উত্তরপ্রদেশ। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে ইতিমধ্যেই কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। প্রায় হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছেন। বিক্ষোভ প্রদর্শনের জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষ্যে ১৫ জানুয়ারির দিন মেলা এবং এইজাতীয় ঐতিহ্যবাহী ধর্মীয়ক্রিয়াকলাপের জন্য ১৪৪ ধারা থেকে ছাড় মিলবে। 

মকর সংক্রান্তির দিন সরযু নদীতে প্রতিবেশি জেলাগুলি থেকে আগত মানুষদের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে কাউকে কোনওপ্রকার প্রতিবাদে সামিল হতে দেওয়া হবে না। 
Blogger দ্বারা পরিচালিত.