মানবিকতার নজির! হারিয়ে যাওয়া নগদ ৫৮ হাজার টাকা ফিরিয়ে দিলেন সিআইএসএফ জওয়ান
Odd বাংলা ডেস্ক: আজকের দিনে বাসে- ট্রামে সর্বত্র লেখা থাকে নিজ মালপত্র নিজ দায়িত্বে রাখুন- এর অর্থ একটাই আজকের দিনে কাউকেই তেমন একটা ভরসা করা যায় না যিনি আপনার হারিয়ে যাওয়া মূল্যবান কোনও জিনিস কেউ পেলে তা আপনাকে ফিরিয়ে দিয়ে যাবে, আর সেই মূল্যবান জিনিসটি যদি টাকা-পয়সা হয়, তাহলে তো আর কোনও কথাই নেই!
কিন্তু আজকের দিনে দাড়িয়েও সব মানুষের মনুষ্যত্ব যে হারিয়ে যায়নি, তা আরও একবার প্রমাণ করলেন এক সিআইএসএফ জওয়ান। সিআরপিএফ জওয়ানের একটি দল নগদ ৫৮,০০০ টাকা সম্বলিত একটি ব্যাগ খুঁজে পেয়ে, তা তার মালিকের হাতে তুলে দিলেন। ব্যাগের মালিক কান্তা নামে এক মহিলা দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনে নিজের ব্যাগটি ফেলে গিয়েছিলেন।
#CISF restored a bag containing cash Rs. 58,820/- & other valuables to its rightful owner @ Green Park Metro Station #DMRC #Delhi. Team #CISF appreciated. #restoringsmile pic.twitter.com/Wv2o6lMl6D— CISF (@CISFHQrs) December 11, 2019
সিআইএসএফ জওয়ানরা প্রথমে ব্যাগটির তল্লাশি নেন এবং নগদ কিছু টাকা ও সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথিতে ব্যাগের মালিকের যোগাযোগের নম্বর পেয়ে তারা ভদ্রমহিলাকে খুঁজে পান। এরপর তাঁকে স্টেশন কন্ট্রোলার রুমে নিয়ে গিয়ে তাঁর যাবতীয় নথি যাচাই করার পরে তাঁকে তাঁর ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। সিআইএসএফ জওয়ানদের সততায় মুগ্ধ হয়েছেন তিনি।
Post a Comment