শরীর সাপ, মাথাটি মাছ- চলতে পারে জলে-ডাঙায়, ভয়ঙ্কর এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য


Odd বাংলা ডেস্ক: জর্জিয়ায় খুঁজে পাওয়া গিয়েছে এক অদ্ভুত প্রজাতির প্রাণীর খোঁজ, যার শরীররা সাপের মতো আর মাথাটা মাছের মতো। জানা গিয়েছে এই প্রজাতির প্রাণীটি ভয়ঙ্কর আক্রমণাত্মক। অদ্ভুত রকমের চেহারার এই প্রাণীটি জল এবং স্থল উভয় জায়গাতেই বেঁচে থাকতে পারে। জর্জিয়ার বন্যপ্রাণ দফতরের তরফে জানানো হয়েছে, এই প্রাণীটিকে দেখা মাত্রই যেন হত্যা করে ফেলা হয়। 

জর্জিয়ার প্রাকৃতিক সম্পদ বিভাগের তরফে জানানো হয়েছে, এই বিশেষ প্রজাতির প্রাণীটি চিনে অবস্থিত ইয়াংটজি নদী অববাহিকার গুইনেট কাউন্টি পুকুরে এই প্রাণীটি খুঁজে পাওয়া গিয়েছিল। তবে পুকুরে এই প্রাণীটি কীভাবে এল তার কোনও হদিশ পাওয়া যায়নি। তবে প্রাণীটি যে খুবই আক্রমণাত্মক সেই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। 

অদ্ভুত ধরণের দেখতে এই মাছটির সরু, লম্বা এবং সারা শরীরে সাপের মতো ছোপ হয়ে থাকে। মাছের মতো করেই পিঠের ভরে জলে চলাচল করে। ওই প্রাণীটি লম্বায় প্রায় তিন ফুট পর্যন্ত হয়ে থাকে। স্থলভাগে এবং কম অক্সিজেনের মধ্যেও বেঁচে থাকার জন্য এরা বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম। জানা গিয়েছে এই বিশেষ প্রজাতির প্রাণীটি কিন্তু খুব সহজেই পরিবেশের বাস্তুতন্ত্রের ওপর আঘাত হানতে পারে। আর সেই কারণেই বন্যপ্রাণ দফতরের তরফে বলা হয়েছে যে-কেউই এই প্রাণীটিকে দেখতে পেলে অবিলম্বে যেন বনদফতরকে খবর দেয়। 
Blogger দ্বারা পরিচালিত.