সঠিক শাস্তি, ধর্ষকদের এনকাউন্টারে সারাদেশের সমর্থন


Odd বাংলা ডেস্ক: হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ তদন্ত চলাকালীন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই গুলি করে মারা হয় তাদের। এ দিন তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই চার ধর্ষককে নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। চলছিল তদন্ত, জেরা। এ সময়ে হঠাৎই চার ধর্ষক পালাতে যায় বলে দাবি করেছে পুলিশ। তখনই চালাতে হয় গুলি।  চার ধর্ষক এনকাউন্টারে মারা যায়। 

এর পরেই সোশ্যাল মিডিয়া ফেটে পড়েছে সমর্থনে কেউ বলছে পুলিশ তাঁর প্রকৃত কর্তব্য পালন করেছে। আবার কেউ বলেছে কাল রাতে প্রকৃত সিংহম ডিউটি করেছে। দেশের জনগণ তাদের মৃত্যু বহুদিন আগেই চেয়েছিল। সোশ্যাল মিডিয়াতে মানুষ বলছেন আগামীতে এই শাস্তি নিদর্শন হয়ে থাকবে। এই ধরনের কাজের আগে সবাই দুবার ভেবে দেখবে।     
Blogger দ্বারা পরিচালিত.