শুরু হয়ে গিয়েছে সূর্যগ্রহণ, সরাসরি বলয়গ্রাস দেখুন এইভাবে


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ভারতীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। আর বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টা ৪মিনিট ৩৩ সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে ভারতীয় সময় দুপুর ১২ টা ৩০ মিনিট ৫৫ সেকেন্ডে। এর পরে গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৩৫ মিনিট ৪০ সেকেন্ডে।

অ্যাস্ট্রো নমিক্যাল সোস্যাইটি অব ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, অগ্নি বলয় হিসাবেই এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে খুব ভাল। তবে দেশের বাকি অংশের মানুষ তা অর্ধেকই দেখতে পাবে। এছাড়াও উত্তর/পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর/পূর্ব অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।

কীভাবে দেখবেন গ্রহণ- বলা হয় খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তাতে চোখের চিরতরে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অনলাইনে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং দেখতেস পারেন। Slooh.com ওয়েবসাইটে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও ইউটিউবে ভারতীয় সময় সকাল ৮টা থেকে গ্রহণের অনলাইন স্ট্রিম শুরু হবে।
Blogger দ্বারা পরিচালিত.