বাস কন্ডাক্টর থেকে সর্বাধিক পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতা হয়ে ওঠা 'থলাইভা' রজনীকান্তের জন্মদিন আজ
Odd বাংলা ডেস্ক: ৬৯ পেরিয়ে ৭০ বছরে পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। কিন্তু বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র। থালাইভা মনের দিক থেকে এখনও কিন্তু চিরনবীন। রজনীকান্তের জন্মদিনে রইল তাঁর সম্পর্কে এমন কয়েকটি তথ্য যা অনেকেরই অজানা।
১) অভিনয়ের আগে বাসের কন্ডাক্টার হিসাবে কাজ করেছেন রজনীকান্ত। তখন তাঁর মাসিক বেতন ছিল ৭৫০ টাকা।
২) রজনীকান্ত নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম কিন্তু শিবাজী রাও গাইকওয়াড।
৩) কন্নর ভাষায় এক পৌরাণিক নাটকে অভিনয় করে নিজের অভিনয় জীবন শুরু করেন রজনীকান্ত। দুর্যোধনের চরিত্রে তাঁর অভিনয় সকলের মনে দাগ কেটেছিল।
৪) প্রথমে একাধিক নেগেটিভ চরিত্রে অভিনয় করার পর প্রথম ইতিবাচক চরিত্রে অভিনয় করলেন এসপি মুথুরামন-এর ভুবানা ওরু কেলভিক্কুরিতে।
৫) বড় পর্দায় প্রথম বড় বাণিজ্যিক সাফল্য পায় রজনীকান্তের 'বিল্লা' ছবিটি, যা অভিতাভ বচ্চনের 'ডন'-এর রিমেক ছিল।
৬) বলিউডেও একাধিক ছবিতে অভিনয় করেছেন ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতা। টি রামা রাও-এর 'অন্ধা কানুন' ছবিতে প্রথম বলিউডে পা রাখেন রজনীকান্ত।
৭) ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন রজনীকান্ত।
Post a Comment