মহিলাদের ওপর অপরাধমুলক কাজে জড়িত বেশিরভাগ মন্ত্রী-বিধায়করা বিজেপির সদস্য! বলছে সমীক্ষা
Odd বাংলা ডেস্ক: ২০১৮ সালে অ্যাসোসিয়েশন ফল ডেমোক্রেটিক রিফর্মস-এর তরফে আয়োজিত একটি সমীক্ষায় জানা গিয়েছে ভারতীয় জনতা পার্টির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের হয়েছে। যার সংখ্যা অন্যান্য দলের বিধায়কদের তুলনায় অনেকটাই বেশি। তবে এমন অভিযোগ যাদের ওপর রয়েছে, তাদেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেয় দল।
এমনকী একইভাবে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, মমতা বন্দোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস- তাদের দলের এমন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেবারের ওই সমীক্ষায় দেখা গিয়েছিল, ১৫৮০ জন(৩৩ শতাংশ) মন্ত্রী ও বিধায়কদের ওপর অপরাধমুলক অভিযোগের পাশাপাশি ৪৮ জন মহিলার ওপর অপরাধের মামলা রয়েছে।
গত পাঁচ বছরে, মহিলাদের ওপর অপরাধের অভিযোগ রয়েছে এমন ৪৭ জন প্রতিদ্বন্দ্বিকে টিকি দিয়েছে বিজেপি। এর পরের স্থানে রয়েছে বিএসপি, যারা ৩৫ জন এমন প্রতিদ্বন্দ্বিকে নির্বাচনের টিকিট দিয়েছিল, যাদের বিরুদ্ধে মহিলাদের ওপর অপরাধের মামলা রয়েছে। এর পরের স্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, মহিলাদের ওপর অপরাধমুলক আচরণ করেছে কংগ্রেসে এমন প্রার্থীর সংখ্যা ২৪ জন।
এমনকী যেসব নেতাদের বিরুদ্ধে জঘন্য ধর্ষণ সম্পর্কিত মামলা রয়েছে, তাদেরকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিট দেওয়া হয়েছে, এমন প্রার্থীর সংখ্যা গত পাঁচ বছরে ২৬ জন।
Post a Comment