ডেলিভারি বয় এসে বললো 'আমি তোমার শরীর চাই'


Odd বাংলা ডেস্ক: ফুড ডেলিভারি এপ্লিকেশন swiggy নেটিজেনদের মধ্যে এখন একটি পপুলার আর বিশ্বস্ত মাধ্যম। যেমন খুশি তেমন খাবো-র এই সময়ে বিভিন্ন কুপন আর বাড়তি লাভের সাথে ঘরে বসেই পছন্দের হোটেলের খাবার খাওয়ার জন্য এখন এইধরনের এপ্লিকেশন সব স্তরেই খুবই জনপ্রিয়।  এবার সেই জনপ্রিয়তার হাত ধরেই বিপদ এলো বাড়ি বয়ে আর ডোরবেল বাজিয়ে নিজের নোংরা মানসিকতার পরিচয় দিলো ডেলিভারি বয়।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। খাবার ডেলিভারি দিতে আসা ডেলিভারি বয় মহিলার কাছে শরীর চাইলো! মহিলা কী করবেন বুঝতে না পেরে, কোনওমতে খাবার ছেলেটির হাত থেকে ছিনিয়ে নেন আর উপস্থিত বুদ্ধি খাটিয়ে মুখের ওপরই বন্ধ করে দেন দরজা এবং পরবর্তীকালে নিজের ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দেন৷ এরপর Swiggy-র পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় ও মহিলাকে ২০০ টাকার কুপন দেওয়া হয়৷ ভাবুন তো এইধরনের তীব্র অশ্লীল এবং অভব্য আচরণের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ২০০টাকার কুপনের মাধ্যমে। যদিও আমাদের রাজ্যে নির্যাতিত নারীটিকে ক্ষতিপূরণ দিয়ে হাত ঝেড়ে ফেলার নিদান বহু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু একটি পেশাদার বহুজাতিক  খাবার সরবরাহকের কাছে এই ধরনের আচরণ অনভিপ্রেত । মহিলাদের প্রতি এই আচরণের তীব্র নিন্দা হওয়া উচিত সকল স্তরেই। 
Blogger দ্বারা পরিচালিত.