এনকাউন্টারে মৃতদের দেহ আরও কিছুদিন রাখতে হবে, নির্দেশ আদালতের


Odd বাংলা ডেস্ক: হায়দরাবাদ পুলিশের এ ধরনের কাজের অনেকেই প্রশংসা করলেও, কেউ কেউ এনকাউন্টারের বিরোধিতাও করছেন। তবে পুলিশের দাবি, আইন মেনেই এনকাউন্টার করা হয়েছে। প্রশ্ন উঠছে, আইনে ঠিক কী রয়েছে? তারই মাঝে তেলেঙ্গানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে মৃতদের দেহগুলিকে আরও কিছুদিন সংরক্ষণ করতে হবে।  হায়দরাবাদ এনকাউন্টার কাণ্ডে নিহত অভিযুক্তদের দেহ তদন্তের স্বার্থে সংরক্ষণের নির্দেশ দিয়েছিল আদালত। আদালত ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিংও করে রাখতে বলা হয়েছিল।শুক্রবার হাইকোর্টের নির্দেশ দেয়, এনকাউন্টারে নিহত চার অভিযুক্তের দেহ সোমবার রাত ৮টা পর্যন্ত সংরক্ষণ করতে হবে। কিন্তু সোমবার হাইকোর্ট আবার নির্দেশ দিল আগামী ১৩ তারিখ পর্যন্ত সংরক্ষণ করতে হবে মৃতদেহ। সেই নিয়ে কার্যত তোলপার শুরু হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যেই দেহগুলিকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   
Blogger দ্বারা পরিচালিত.