বাঙালিদের মুকুটে আরেকটা পালক, লন্ডনের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা
Odd বাংলা ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই কয়েকটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে বাংলা ভাষা বাঁচাও! বাংলা ভাষা বাঁচাও, এই সব শ্লোগান দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। কারন বাংলা ভাষার সংরক্ষণ নয় দরকার গুণগত উন্নয়ন। সাহিত্য, সিনেমা এমন কি ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রেও নতুনত্ব আনা দরকার। কারন বাঙালি অডিয়েন্সের সংখ্যা বিশ্ব জোড়া নেহাত কম কিন্তু নয়।
আরও একবার সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা। লন্ডনে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের। জানা গিয়েছে ভারত ও বাংলাদেশ মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। লন্ডনে ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। বাংলা ভাষার পরেই স্থান রয়েছে পোলিশ ও তুর্কির। বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনও একটি ভাষায় কথা বলেন লন্ডনের ১ লক্ষ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। ‘সিটি লিট’ নামক একটি সংস্থা সমীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা করা হয়েছিল।
Post a Comment