'কি কিপটে রে তুই!' চুরি করতে এসে বাড়ির মালিককে চিঠি লিখে গেল চোর...
Odd বাংলা ডেস্ক: রাত-দুপুরে বাড়িতে চুরি করতে এসেছে চোর-বাবাজি। কিন্তু এ কি গেরস্থের বাড়িতে চুরি করার মতো কিছুই নেই! চুরি করতে এসে হতাশ চোর চিঠি লিখলেন বাড়ির মালিককে। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাজাপুরে।
সাজাপুরের আদর্শ নগিন নগর নিবাসী সরকারি ইঞ্জিনিয়ার পারভেশ সোনির বাড়িতে রাতের বেলা চুরি করতে আসে চোর। বাড়িতে রেখে যাওয়া একটি চিঠি পেয়ে কার্যত হতবাক বাড়ির মালিক। চিঠিতে চোর লিখেছে, 'কি কিপটে রে তুই। জানলা ভেঙে ঢোকার দামটুকুও পেলাম না, রাতটাই বেকার গেল।'
চুরির ঘটনার সময়ে বাংলোতে উপস্থিত ছিলেন না সোনি। বাংলোয় ফিরে এসে তিনি দেখতে পান যে, তার ঘরের সিন্দুকটি খোলা পড়ে, এবং টেবিলের ওপর পড়ে রয়েছে একটি চিঠি। এই ঘটনা পারভেশ সোনির জন্য খুবই সৌভাগ্যজনক হলেও, চোর বাবাজির জন্য যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল সেকথা বলাই যায়।
Post a Comment