জলসংরক্ষণে অভিনব উদ্যোগ! বৃষ্টির জল ধরে রেখে ১০০টি পরিবারের প্রয়োজন মেটাচ্ছে তিরুমালা মন্দির
Odd বাংলা ডেস্ক: কোচির তিরুমালা মন্দির কর্তৃপক্ষের তরফে ২০০৪ সাল থেকে বৃষ্টির জল সংরক্ষণ করে তা পুনর্ব্যবহারের একটা অনুশীলন করা হয়ে আসছে। এমনিতে সমগ্র দক্ষিণ ভারতে যখন জলসঙ্কট দেখা দিয়েছিল তখন থেকেই বৃষ্টির জল ধরে রেখে তা পুর্ব্যবহার করার আর্জি জানানো হয়েছিল।
তবে তার অনেক আগে থেকেই কোচির তিরুমালা দেবস্বম মন্দিরের তরফে নেওয়া হয়েছে এই অসামান্য উদ্যোগ, যেখানে ২০০৪ সাল থেকেই বৃষ্টির জল ধরে রেখে তা পুনরায় ব্যবহার করার রীতি চলে আসছে। মন্দিরের পরিচালক পি রাঙ্গাদাসা প্রভুর কথায়, সেখানে একটু বেশি বৃষ্টিপাত হলেই মন্দির এবং তার সংলগ্ন অঞ্চলে জল জমে গিয়ে থাকে। জমা জলের কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই তারা এই সমস্যা থেকে বাঁচতে, মন্দিরের ট্যাঙ্কে জল সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।
Kerala: The mgmt of Thirumala Devaswom temple, located in Kochi, has been practicing rainwater at the temple premises since 2004. P Rangadasa Prabhu, manager says, "The temple faced waterlogging every time it rained. So we thought of storing rainwater in the temple tank."(06.12) pic.twitter.com/NaaQ6Qtoah— ANI (@ANI) December 6, 2019
আরও জানা গিয়েছে, মন্দিরের ট্যাঙ্কে ধরে রাখা জল ব্যবহার করে এলাকার প্রায় ১০০-রও বেশি পরিবার। আরও জানা গিয়েছে, তাঁরা প্রায় ১৪,০০০ বর্গফুট জল সংরক্ষণ করেছেন। জলকষ্ট ভুলতে সকলে মিলে একসঙ্গে ওই পুকুরটি খুঁড়েছিল। মন্দিরের পরিচালক আরও বলেন, যে তারা সকলে মিলে এই কুয়োটি খুঁড়েছেন। এমনকি মন্দিরের তরফে সকলকে জল সংরক্ষণ বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
Post a Comment